
মোহা: আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় কারিমা খাতুন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৮ নভেম্বর-২৫) সন্ধ্যায় নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। কারিমা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের কামরুল ইসলামের মেয়ে এবং এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইল গেম খেলার সময়ে ফোন কেড়ে নেওয়ায় মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দেয় কারিমা খাতুন। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কারিমা খাতুন বাবা কামরুল ইসলাম জানান, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থেকে বাড়িতে আনা হয়েছে। বাদ আসর জানাজার নামাজ শেষে কবরস্থানে দাফন করা হয়েছে। বাঘা থানার ভাপ্রাপ্ত...
Developed by BDITHOST