বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নতুন কার্যালয় উদ্বোধন, নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উপজেলা কমিটির আয়োজনে এই অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ মাহমুদ সুইট, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মোঃ নূরে ইসলাম মিলন।
তিনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ছিলেন সাংবাদিক সমাজের নির্ভীক কণ্ঠস্বর। তাঁর দেখানো পথে এগিয়ে গেলে সংগঠন আরও শক্তিশালী হবে। সাংবাদিকদের কল্যাণে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী।
তারা বলেন, “সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মর্যাদা রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। নবগঠিত বাঘা কমিটি সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানে নবগঠিত উপজেলা কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান খান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তসিকুল ইসলাম এবং সদস্য রাতুল সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ হজরত আলী।

