নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। ভোর ৫:২৮। ১৭ জুলাই, ২০২৫।

বাঘায় জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৫ ১১:১৩
Link Copied!

স্টাফ রিপোর্টার,বাঘা: রাজশাহীর বাঘায় জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেন। বুধবার (১৬ জুলাই২৫) সকাল ১০ টায় বাঘা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল- মামুন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আশাদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রকল্প কর্মকর্তা মাহমুদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আফমপ হাসান, সিনিয়র সাংবাদিক আঃলতিফ মিয়া, উপজেলা ছাত্রসমাজের প্রতিনিধি হাফিজ উদ্দিন,আন্দোলনে অংশগ্রহণ কারী আহত সদস্য বাদশা আলী, আঃ মালেক, এনসিপি উপজেলা প্রতিনিধি মিনারুল ইসলামসহ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সভাটি শেষ হয়। দোয়া পরিচালনা করেন বাঘা উপজেলা মডেল মসজিদ ঈমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঘা উপজেলা প্রতিবন্ধী অধিদপ্তরের কর্মকর্তা মুনসুর রহমান।

আরও পড়ুনঃ  আরপিএটিসিতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।