নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:১৭। ১৬ অক্টোবর, ২০২৫।

বাঘায় তিন দফা দাবিতে শিক্ষক- কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অক্টোবর ১৬, ২০২৫ ৮:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টর: চাকরি জাতীয়করণ,২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা এর দাবি ও আন্দোলনরত শিক্ষকদের ওপর ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীর বাঘায় কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর-২৫) সকাল সাড়ে ১০ বাঘা উপজেলা সদরে শিক্ষক পরিষদ বাঘা উপজেলা এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ এতে অংশ নেন।

আরও পড়ুনঃ  জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

এতে সভাপতিত্ব করেন, উপজেলার বাউসা ভোকেশনাল ইন্সষ্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনন্ডেট রেজাউল করিম ও সঞ্চালনা করেন, দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।

অনুষ্ঠিত মানবনন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুপার জহুরুল ইসলাম ,প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবীব রোকনুজ্জামান পরিমল কুমার প্রমুখ।

আরও পড়ুনঃ  ইলিশ সম্পদ সংরক্ষণ ও টেকসই সমৃদ্ধি

বাংলাদেশ শিক্ষক সমিতি পবা শাখার সচিব মহররম আলী খান বলেন, “সরকার শিক্ষা খাতে বাজেট বাড়ালেও শিক্ষকদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ সীমিত। ন্যায্য দাবি না মানলে শিক্ষক সমাজে হতাশা বাড়বে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, গত ১২ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাঘায় এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুনঃ  হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া

শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই বর্বর হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতা আনার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।