স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে ‘শিখা প্রকল্প’। যা জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানি প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে।
শনিবার (২৪ মে) সকাল ১১ টায় বাঘা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিখা প্রকল্পের অবহিতকরণ মিটিংয়ে এসব কথা জানানো হয়েছে। প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানা ডলি এর সভাপতিত্বে প্রকল্পের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের এই সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং মানবিকতার বীজ বপন করা অত্যন্ত জরুরি।
তিনি আরো বলেন, “যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব পুরো জীবনজুড়ে থেকে যায়। ফলে তাদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেখানে সবার সমান অধিকার থাকবে। তাই শিশুদের নিরাপদ রাখতে এবং অপরাধ দমন ও যৌন হয়রানির প্রতিরোধে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হতে পারে।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই শিখা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন শিখা প্রকল্পের কর্মকর্তা সাবির হোসেন। এ সময় তিনি বলেন, শিখা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্লাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, প্রধান শিক্ষক বৃন্দ ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ।