
স্টাফ রিপোর্টার, বাঘা : পদ্মার চরে দিনে দুপুরে গুলি করে হত্যায় জড়িত বাহিনীর প্রধান কাঁকনসহ তার সদস্যের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় এলাবাসীবাসীর ব্যানারে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আমান মন্ডল, নাজমুল মন্ডলকে গুলি করে হত্যাসহ মুনতাজ মন্ডল ও রাবিক হোসেনকে আহত করার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার নারি-পুরুষ অংশ নেন। এসময় হত্যাকাণ্ডের শিকার নিহতের বাবা-মাসহ স্বজনরা হত্যার বিচার চেয়ে নিজেরা অঝোরে কেঁদেছেন। চোখের পানি আটকে রাখতে পারেননি অন্যরাও। মানববন্ধনের ব্যানারের এক পাশে নিহত-আহতের ছবি আরেকপাশে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনের ছবি সাঁটিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা। দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। উপজেলার নীচ...
Developed by BDITHOST