স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মাদক মামলায় ৯ জন, চুরির মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকেই গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। একজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বাঘার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। চুরির মামলায় গ্রেপ্তার দুজন হলেন- বাঘা উপজেলার বাউসা টাউরিপাড়া গ্রামের শিমুল ইসলাম ওরফে কাজল (২১) ও মালিয়ানদহ গ্রামের মো. শাহাবুদ্দিন (৩৭)।
মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনা গ্রামের মো. মহির (৫০), নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড় পাকা গ্রামের সনাতন কর্মকার (৪৫), একই গ্রামের হাবিবুর রহমান (২৯), মো. ইদুল (২০), ফিরোজ হোসেন (২০), জিয়াউর রহমান (৩৫), আশাদুল প্রামানিক (৩৬), বাঘার চকরপাড়া গ্রামের ইমন আলী (২০) ও জোত কাদিরপুর গ্রামের ইসলাম আলী (৩২)।
পুলিশ জানিয়েছে, এদের মধ্যে শুধু ইমনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তার করে থানা-পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকেও গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।#