
স্টাফ রিপোর্টার: ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের ২০তম দিনে রাজশাহীর বাঘায় মা,ইলিশ রক্ষায় অভিযান পরিচালানা করে ২০ হাজার মিটার জাল ও ৭ কেজি মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর২৫) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। জানা গেছে, সরকারের বেধে দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মা-ইলিশ ধরেন অসাধু জেলেরা। সেই মা-ইলিশ রক্ষা করতে উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করেন তারা। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। পরে জব্দকৃত জাল পদ্মা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট হয় ও ইলিশ মাছগুলো মাদ্রাসা-এতিমখানায় দেওয়া হয়েছে। কাউকে আটক ও দন্ড দেওয়া হয়নি। নিষেধাজ্ঞা...
Developed by BDITHOST