স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের লাইনম্যান নাজিম উদ্দিনকে মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় জাকির হোসেন (২২)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় কলেজের পেছনের আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, উপজেলার আলাইপুর এলাকার আব্দুল হাকিম অবৈধভাবে বিদুৎ ব্যবহার করছিল। গত ১২ ফেব্রুয়ারী সংযোগ বিছিন্ন করে গ্রাহক কর্তৃক টেম্পারিং করা মিটার খুলে আনার চেষ্টা করছিলেন লাইনম্যান নাজিম উদ্দিন। এসময় আব্দুল হাকিম, তার স্ত্রী দুলাজান খাতুন ও ছেলেসহ তাদের পক্ষের লোকজন মিটার খুলতে বাঁধা দিয়ে লাইনম্যান নাজিম উদ্দিনকে মারপিট করে। তাদের লাঠির আঘাতে লাইনম্যান নাজিম উদ্দীনের পকেটে থাকা ১২ হাজার টাকা দামের একটি এনড্রোয়েড ফোন ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মামলার তদন্তকারি অফিসার এসআই...
Developed by BDITHOST