
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় খোর্দ্দবাউসা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ এর বিরুদ্ধে আদালতের শোকজ উপেক্ষা করে টাকার বিনিময়ে পছন্দের লোকজনকে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ মে) সকাল ১০টায় বাঘা মডেল প্রেস ক্লাব কার্যালয়ে ছাত্রছাত্রীদের অভিভাবক সদস্য'র ব্যানারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করা হয়। এর সুষ্ঠু তদন্ত করে অবৈধভাবে দেয়া নিয়োগ বাতিলের দাবি জানিয়ে লিখিত বক্তব্যে অভিভাবক সদস্য মুঞ্জুর রহমান বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত খোর্দ্দ বাউসা উচ্চ বিদ্যালয় প্রতিষ্টার পর থেকেই বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। কিন্তু গত তিন বছর পূর্বে অবৈধভাবে গঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার হোসেন সম্পুর্ন অন্যায়ভাবে পেশী শক্তির বলে বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মশিউর রহমান ওরফে মতিকে সাময়িক বরখাস্ত করেন । এরপর সহকারী শিক্ষক আব্দুল লতিফ কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক...
Developed by BDITHOST