স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, বাঘা থানা পুলিশের সদস্য এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীরা। অভিযান চলাকালে প্রায় দুই হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল ও তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ঘাটে এসে জব্দকৃত জাল জনসন্মুখে পুড়িয়ে দেয়া হয় এবং ইলিশ মাছ গুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে সরকার নির্ধারিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা চাই সবাই...
Developed by BDITHOST