স্টাফ রিপোর্টার : বাঘায় উপজেলা নির্বাহি অফিসারের বারাবর কেমিক্যাল ছাড়া গুড় তৈরিতে আখ মাড়াইয়ের আবেদন করেছেন স্থানীয় কৃষকরা। উপজেলার উত্তর সোনাদহ,সোনাদহ,ভারতীপাড়া, রুস্তমপুর,পাঁচপাড়া,চকসিংগাসহ একাধিক গ্রামের কৃষকরা এই আবেদন করেন। তারা আবেদনে উল্লেখ করেন, এসব এলাকার কৃষকরা কৃষির উপর নির্ভরশীল। ওইসব এলাকার অধিকাংশ কৃষক,জমিতে রোপণ করা আখ মৌসুমে মাড়াই করে গুড় তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন আদিকাল থেকেই । পরে সেই জমিতে রবিশষ্য মৌসুমের কার্তিক-অগ্রায়ন মাসে গম,মসুর,খেসাড়ি,আলু,রসুন পেঁয়াজ,সরিষাসহ বিভিন্ন ফসলের চাষ করে থাকেন। সোনাদহ এলাকার কৃষক নবাব আলী,ছইমুদ্দিন,লালচান,আজেরউদ্দিনসহ একাধিক কৃষক বলেন, এলাকার অর্থকারি ফসল আখ মাড়াই করতে না পারলে রবিশষ্য মৌসুমে ওইসব ফসলের আবাদ থেকে বঞ্চিত হবেন কৃষকরা। ফলে তারা ক্ষতির মগখে পড়বেন বলে আশংকা করছেন। যার কারনে আখ মাড়াই ও কেমিক্যাল মুক্ত গুড় তৈরিতে অনুমতি চাচ্ছেন তারা। অনুমতি না...
Developed by BDITHOST