
মোহা: আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘা পৌর মার্কেটে এক মুদি দোকান দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসি ক্যামেরা দেখে চুরির মালামাল উদ্ধারসহ নৈশপ্রহরীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। সোমবার (নভেম্বর১০-২৫) দিবাগত রাতে বাঘা পৌর মার্কেটে “মুনির এন্ড ব্রাদার্স” চুরির এই ঘটনা ঘটে। জানা গেছে, গত শুক্রবার “মুনির এন্ড ব্রাদার্স” এর পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজে চোরদলের কৌশল এবং সদস্যদের পরিচয়ের কিছু আলামত ধরা পড়ে। ঘটনার বর্ণনায় জানা যায়, গত সোমবার দিবাগত রাতে চার-পাঁচজনের একটি চোরদল দোকানের সামনে উপস্থিত হয়। ফুটেজে দেখা গেছে-পেছন থেকে একজন প্লাস্টিকের বস্তা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেয়; পরে নকল চাবি ব্যবহার করে তালা খোলে ভেতরে প্রবেশ করে এবং দ্রুত দোকানের পণ্যগুলো নিয়ে চলে যায় তারা। চুরির পর আবার তালা ঠিক করে রেখে যায়...
Developed by BDITHOST