
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেম এর মৃত্যু স্বরণে বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য- মোহাঃ আসলাম আলী, আমানুল হক আমান, আশরাফুল আলম, ফজলুর রহমান মুক্তা ও সাইদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন আশরাফুল আলম । এসময় উপস্থিত ছিলেন, মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, আহবায়ক কমিটির সদস্য লালন উদ্দীনসহ সুব্রত কুমার, দোয়েল মোল্লা, জহুরুল ইসলাম প্রমুখ। উল্লখ্য তিনি ২০১৬ সালের ২৬ অক্টোবর রাতে ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরে মিলিক বাঘা গ্রামের নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন।...
Developed by BDITHOST