স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নবজাতক সন্তান বিক্রি করে দেওয়ার ঘটনায় স্বামী মো. রহিদুলের (৪০) বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী জান্নাতুল খাতুন (২৫)। রোববার রাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করা হয়। আসামি রহিদুল নগরীর সিলিন্দা এলাকার বাসিন্দা। জান্নাতুল তাঁর মামলার এজাহারে আসামি হিসেবে শুধু স্বামী রহিদুলের নাম দিয়েছেন। তবে তদন্তের সময় বাচ্চা কেনাবেচার সঙ্গে জড়িত আরও তিনজনকে পেয়েছে পুলিশ। রোববার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে রহিদুলের পাশাপাশি এ তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে। এই তিনজন হলেন হলেন- নবজাতক কেনাবেচার দালাল তরিকুল ইসলাম, ক্রেতা গোলাম শাহানুর এবং বিউটি খাতুন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহাফুজুল ইসলাম এই চারজনকেই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার মামলার চার আসামিকেই আদালতে হাজির করা হয়। এ সময় তাঁরা নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী...
Developed by BDITHOST