বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযানে নগদ ডলারের তেজ কিছুটা কমেছে। ব্যাংকে নগদ ডলারের দাম ১ টাকা কমে সর্বোচ্চ ১০৭ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার ব্যাংকগুলোয় সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার বিক্রি হয়েছিল। খোলাবাজারে ডলারের দাম ১ টাকা কমে ১০৮ টাকায় নেমে এসেছে। বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১০৯ টাকা দরে। এর আগে মঙ্গলবার খোলাবাজারে ডলারের দাম সর্বোচ্চ ১১২ টাকায় উঠেছিল। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ৮টি মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানে ডলার বেচাকেনায় অনিয়মের তথ্য পাওয়া গেছে। ওইসব প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে অফিসিয়াল চ্যানেলে ডলার কিনেছে ১০২ টাকা দামে। ওইসব ডলার তারা অফিসিয়ালি বিক্রি করেনি। তাদের কাছে এসব ডলার নগদ আকারেও পাওয়া যায়নি। তারা ওইসব ডলার বেআইনিভাবে খোলাবাজারে ১১২ টাকা করে বিক্রি করেছে। এর মাধ্যমে তারা প্রতি ডলারে ১০ টাকা করে মুনাফা করেছে।...
Developed by BDITHOST