
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে রসালো লিচু। তবে দাম অনেক চড়া। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে ৫১২ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩ হাজার ৫০৯ মেট্রিক টন। সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে, রাজশাহী মহানগরীর সাহেববাজার, বিন্দুরমোড়, লক্ষ্মীপুর, স্টেশন ও শালবাগান বাজার ছাড়াও শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন সড়কের দুই পাশে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম ফল হিসেবে শখ করে বেশি দামেই কিনছেন অনেকে। সাহেববাজারে লিচু কিনতে এসেছেন মো. পিন্টু। তিনি বলেন, ‘রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার লিচু এগুলো। এগুলো প্রতিবছরই প্রথমে ওঠে। এবারও উঠেছে। এখন স্বাদও মিষ্টি আছে। এবার বেশ ভালো লিচু বিক্রি হচ্ছে। প্রথম দিনে ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা।’ লিচু বিক্রেতা ফরিদ উদ্দিন বলেন, ‘সারা বছর আমি অন্য ব্যবসা...
Developed by BDITHOST