
পিন্টু আলী, চারঘাট (রাজশাহী): রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম। তার ৩৮ শতাংশ জমিতে আমের বাগান রয়েছে। সেই বাগানের চারপাশ দিয়ে রয়েছে ২০টি খেজুর গাছ। পুরো এক বছর সার-কিটনাশক দিয়ে পরিচর্যার পর আম বিক্রি করেছেন মাত্র ১২ হাজার টাকার। অথচ ২০টি খেজুর গাছে কোনো খরচ কিংবা পরিচর্যা ছাড়াই রস সংগ্রহের জন্য চার মাসের জন্য লিজ দিয়েছেন ১৭ হাজার টাকায়। তার এক সময়ের আবর্জনায় ভরা খেজুর গাছ যেন সোনার গাছে পরিণত হয়েছে। রফিকুল ইসলাম বলেন, আম গাছগুলোকে নিজ সন্তানের মত যত্ন করে ১৫ হাজার টাকা খরচ করে পেয়েছি মাত্র ১২ হাজার টাকা। গত বছর বিক্রি করেছিলাম ১৬ হাজার টাকার আম। প্রতিবছর একই অবস্থা। অথচ খেজুর গাছে এক পয়সা খরচ না থাকলেও ১৮ হাজার টাকা পেলাম। এজন্য সব জমির এক...
Developed by BDITHOST