অনলাইন ডেস্ক : টলিউডের একঝাঁক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী সৌমি পাল। 'কে আপন কে পর', 'সীমারেখা', 'কাঞ্চি'-র মতো সিরিয়ালে তার অভিনয় নজর কেড়েছে। তবে পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এখন চরম আইনি জটিলতায়। স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান সৌমি। এরপর ২০২১ সালে সম্পন্ন হয় তাদের আইনি বিয়ে। কিন্তু গত কয়েকমাস ধরেই নিজের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও প্রকাশ করছেন অভিনেত্রী। তার বক্তব্যে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সম্পর্কের তিক্ততা এবং স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ের জটিল চিত্র। সম্প্রতি একটি ভিডিওতে সৌমি দাবি করেন, তার ব্যবহৃত গাড়িটি বর্তমানে স্বামীর কাছে রয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে,...