
স্টাফ রিপোর্টার: ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত হওয়ার পরে তা সংগ্রহ করতে আর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে যেতে হবে না। লাইসেন্স প্রস্তুত হয়ে গেলে বিআরটিএ কর্তৃপক্ষই ডাক কিংবা কুরিয়ারের মাধ্যমে আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেবে। আর এখন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বায়োমেট্রিকে আঙ্গুলের ছাপ দেওয়ার জন্যও দিনের পর দিন ঘুরতে হবে না। এখন থেকে আবেদন করার পরই বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ দিতে হবে। তারপর লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা। আগে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধু বায়োমেট্রিকের জন্যই দিনের পর দিন অপেক্ষা করতে হতো। বায়োমেট্রিক না হওয়া পর্যন্ত লাইসেন্সের জন্য ফি জমা দেওয়ার সুযোগ ছিল না। আর ফি জমা না হলে লাইসেন্স প্রস্তুতের কাজও শুরু হতো না। নতুন প্রক্রিয়ায় দ্রুত লাইসেন্স দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স গ্রহণকারীদের ভোগান্তি...
Developed by BDITHOST