
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (১৮) ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে এ্যাপাসি আরটিআর মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স যাচ্ছিল। মোটরসাইকেল দ্রত গতিতে থাকায় অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যায়। মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
Developed by BDITHOST