নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৮:০৬। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

বানেশ্বরে ভাড়া বাসায় যুবকের আত্মহত্যা

সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ভাড়া বাসার তৃতীয় তলার বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে মুক্তার বেপারী (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৫টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন নিশ্চিত করেছেন। নিহত মুক্তার বেপারী ফরিদপুর জেলার সদরপুর থানার মফিজ উদ্দিন হাজীর কান্দি এলাকার মৃত দাদন বেপারীর ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহীসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ মাস আগে একই উপজেলার কাজি কান্দি এলাকার লিয়াকত খার মেয়ে লাবনী আক্তার (১৮) এর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন মুক্তারকে। বিয়ের পর তারা বানেশ্বর এলাকার কনা নামের এক মহিলার বাড়িতে ৩ মাস ধরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তারা বাড়িটির তৃতীয় তলায় পাশের ভাড়াটিয়া মোঃ সবুজ @ আলী (২৭) ও তার স্ত্রী আফরোজা ইসলামের সঙ্গে সাবলেট ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। নিহত মুক্তার পেশায় একজন ফার্নিচার রং মিস্ত্রি ছিলেন।

আরও পড়ুনঃ  নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, পরিবারের পক্ষ থেকে বিয়ে মেনে না নেওয়ায় মুক্তার দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।