
অনলাইন ডেস্ক : গত বছর এই দিনে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কার্যনিবার্হী কমিটি আজ এক বছর পূর্ণ করেছে। এমন দিনে বাফুফে ভবনে ৫ম সাধারণ নির্বাহী সভা ছিল। সেই সভায় ছয়টি আলোচ্যসূচি থাকলেও গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা এবং গত এক বছর বাফুফের সাফল্য কমর্কান্ডের ফিরিস্তি দিয়েই সভা শেষ হয়েছে। প্রায় ঘণ্টা চারেক বাফুফে ভবনে আজ সভা হয়েছে। সভা শেষে নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'আজ তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর অতিক্রম করল। এই উপলক্ষ্যে বাফুফে সভাপতি নির্বাহী কমিটির সকলকে এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা এক বছর অনেক ফুটবল কর্মকান্ডে অংশগ্রহণ করেছি। নারী দল সাফ চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো নারী দলের এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে, ফুটসাল...
Developed by BDITHOST