নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৩:৩৪। ৬ জুলাই, ২০২৫।

বাবার দ্বিতীয় বিয়ে, হেমা মালিনীর দিকে সত্যিই ছুরি নিয়ে তেড়ে যান সানি?

জুলাই ৫, ২০২৫ ১০:১৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন বলিউডে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে তার প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দুই ছেলে সানি-ববি দেওল, অন্যদিকে হেমা মালিনীর সঙ্গে প্রেম ও দ্বিতীয় বিয়ে—এই দুই জীবনকে একসঙ্গে সামলানো ছিল ধর্মেন্দ্রর জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ।

শোনা যায়, ধর্মেন্দ্র যখন হেমার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন সানি-ববি ছিলেন যথেষ্ট বড়। একসময় তাদের মায়ের চোখের জল, বাবার নতুন সম্পর্ক—সবই বুঝে ফেলেছিলেন সানি। ঠিক সেই সময়ই নাকি ঘটে যায় এক বিস্ফোরক ঘটনা! বলিউডে কান পাতলেই শোনা যায়, সানি নাকি ছুরি নিয়ে হেমা মালিনীর ওপর চড়াও হন!

আরও পড়ুনঃ  রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার

এই চাঞ্চল্যকর গুজব নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সানির মা, ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সোজাসাপটা ভাষায় তিনি বলেন, ‘এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। হ্যাঁ, ছেলের হেমাকে অপছন্দ ছিল, কারণ প্রত্যেক সন্তানই চায় তার বাবা শুধু তার মাকেই ভালোবাসুক। কিন্তু তাই বলে হেমাকে ছুরি নিয়ে মারতে যাবে? ওরা আমার ছেলে। আমি ওদের শিক্ষিত করে বড় করেছি। জানি, এমন কাজ ওরা কোনোদিন করবে না।’

আরও পড়ুনঃ  আরও ২০৪ জনের ডেঙ্গু শনাক্ত, এক বিভাগেই অর্ধেক রোগী

সানির মা আরও বলেন, ‘আমি তেমন লেখাপড়া করিনি। কিন্তু আমার ছেলেদের চোখে আমি সবচেয়ে সুন্দরী, সবচেয়ে শক্তিশালী মা।’

যদিও ধর্মেন্দ্র এখন প্রকাশ কৌরের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না, তবুও ছেলেদের সঙ্গে সম্পর্ক বরাবরই দৃঢ়। সানি-ববির পাশাপাশি হেমা মালিনী ও তার কন্যাদের দিকেও সমান মনোযোগ দিয়েছেন। এমনকি সম্প্রতি প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিকী পালন করতে দেখা গেছে বর্ষীয়ান এই অভিনেতাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।