অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এদিন তিনি অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবাদতের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। তার বাবা ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।