স্টাফ রিপোর্টার : রাজশাহীর বারনই এখন একটি ‘বিষাক্ত’ নদী। দুর্গন্ধে নদীর কাছেই যেতে পারে না মানুষ। এ অবস্থায় রাজশাহীতে ‘জীবন-জীবিকা, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বারনই নদী রক্ষায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নদীপাড়ের বাসিন্দাদের মুখে নদীটিরই আর্তনাদ ফুটে উঠেছে। সোমবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এর আগে সকালে নওহাটার নদীপাড়ে গম্ভীরার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে বারনই নদী দূষণের ফলে দুপাড়ের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি, পরিবেশ ও কৃষির ওপর কী বিরূপ প্রভাব পড়েছে তা ফুটিয়ে তোলা হয়। এরপর বারনই রক্ষার দাবিতে নদীপাড়েই একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নদীর জন্য একসাথে-নদী রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ’ স্লোগানে সমন্বিতভাবে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা এএলআরডি, রুলফাও ও...
Developed by BDITHOST