
সংবাদ বিজ্ঞপ্তি : বারিন্দ মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে দেশি এবং বিদেশি ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) কলেজের ক্যাম্পাসে নবীনদের বরণ করে নেওয়া হয়। নবীনবরণে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুদ্দিন ও অধ্যাপক ডা. শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কাজী ওয়ালী আহমেদ, অধ্যাপক ডা. মঞ্জুরুল হক, ডা. সাজেদুর রহমান, অধ্যাপক ডা. আক্তারী আফরোজ, অধ্যাপক ডা. গোলাম মওলা এবং বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Developed by BDITHOST