নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১:০২। ১৪ আগস্ট, ২০২৫।

বালু-পাথর লুটপাট বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা

আগস্ট ১৩, ২০২৫ ১০:০১
Link Copied!

অনলাইন ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদী থেকে বালু ও পাথর লুটপাট বন্ধে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  দয়া করে আমাকে কাজের জন্য ডাকুন, আকুতি ক্যানসার আক্রান্ত হিনা খানের

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় জাফলংয়ের পিয়াইন নদী ও আশপাশের এলাকায় অবস্থানরত প্রায় ১০০টি নৌকা আটক করে ভাঙা হয়।

আরও পড়ুনঃ  মেহজাবীনের আসল নাম জানলে চমকে যাবেন!

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের যুক্ত প্রায় ১০০টি নৌকা আটক করে তা ভেঙে ফেলা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।