
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি’র (এফএইচ) বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এরিয়া প্রোগ্রাম অফিস এর আয়োজন করে। এতে ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালিদের মধ্যে ৬০০ পরিবারের সদস্যরা অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, দ্বিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, এফএইচ গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম অফিসের ব্যবস্থাপক স্টুয়ার্ট শুভেন্দু খান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের কমিউনিটি টিম লিডার বিমল হেমরম। বক্তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে বর্ণনা দিয়ে বলেন, বিশ্বে অধিক বাল্যবিয়ের দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান...
Developed by BDITHOST