গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় বিয়ের পরদিনই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই নববধূর স্বামীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ আগস্ট ধর্ষণের শিকার নববধূর সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিয়ে হয়। পরদিন (২৮ আগস্ট) রাতে স্বামীর বাড়িতেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে পরদিন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরদিন রাতেই নববধূর স্বামীসহ সাতজনকে আটক করে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে বাকি ছয়জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নববধূর ভাই...
Developed by BDITHOST