
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, ‘বিআরটিএ অফিসে কখনও দালাল কমবে না। সেখানে দালাল থাকবেই।’ আর এ জন্য সেবাগ্রহীতাদেরই দায়ী করেছেন তিনি। বলেছেন, মানুষ নিজে কাজ করতে চায় না বলে দালাল ধরেন। শুক্রবার রাজশাহীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম ও তথ্য অধিকার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউসে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এই সভার আয়োজন করে সড়ক ও মহাসড়ক বিভাগ। সভায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘দালাল আমরা নিজেরাই তৈরি করছি। এর জন্য উচ্চপর্যায় ও নিম্নশ্রেণীর মানুষেরা দায়ী। উচ্চ পর্যায়ের লোকদের সময় নেই। সেজন্য দালালকে টাকা দিয়ে কাজ করে নেয়। আর নিম্নপর্যায়ের লোকজন নিয়মকানুন বোঝে না, অনেকে লেখাপড়া জানে না; সেজন্য দালাল ধরে। এ...
Developed by BDITHOST