স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের পুনর্বাসনের অভিযোগে উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে পৌর সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়নাল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ নেতা বাবলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন। প্রধান বক্তা হাসান...
Developed by BDITHOST