স্টাফ রিপোর্টার : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন নির্বাচন কমিশনার কে.এম. ওবায়দুর রহমান চন্দন।
সঞ্চালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন নির্বাচন কমিশনার আমিরুল ইসলাম খান আলীম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন ও গোলাম মোস্তফা মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন—বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মতিহার বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন বাবু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপি’র সভাপতি ফাইজুল ইসলাম ফাহি ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জনি।
তাছাড়া রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আজ ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি তিনদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে সোমবার সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। একই দিনে বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হবে। র্যালি ও পথসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম।
র্যালিটি বাটার মোড় থেকে লোকনাথ স্কুল–রাজশাহী কলেজ গেট হয়ে মনিচত্বর অতিক্রম করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।
এছাড়া আগামী মঙ্গলবার সকাল ১০টায় ভুবন মোহন পার্কে রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার সকাল ১১টায় বিমান চত্বর থেকে ফ্লাইওভার পর্যন্ত বৃক্ষরোপণ করা হবে।
সভায় এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।