নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:৩৭। ৪ নভেম্বর, ২০২৫।

বিএনপির রাজশাহী ৬ আসনে মনোনয়ন পেলেন যারা

নভেম্বর ৩, ২০২৫ ৯:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রাজশাহীর ৬টি আসনে মনোনয়ন পেলেন রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন, রাজশাহী-২ সদর (রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা) মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা- মোহনপুর) শফিকুল হক মিলন, রাজশাহী-৪(বাগমারা) আসনে ডিএম জিয়াউর রহমান জিয়া, রাজশাহী-৫ (দূর্গাপুর-পুঠিয়া) আসনে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও রাজশাহী-৬ ( চারঘাট-বাঘা) আসনে আবু সাঈদ চাঁদ মনোনয়ন পেয়েছেন।

উল্লেক্ষ্য দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।