স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপির প্রত্যেক বিভাগীয় সমাবেশের আগে যে ধর্মঘট ডাকা হচ্ছে তা শ্রমিক কিংবা মালিকের নয়। এই ধর্মঘট সরকার চাপিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পরিবহন ধর্মঘটের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেছেন তিনি। সোমবার বিকেলে রাজশাহী নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। রাজশাহীর ‘পরিবহন শ্রমিকবৃন্দ’ লেখা ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন, ‘যে বিভাগে সমাবেশ ডাকা হচ্ছে সেই বিভাগেই পরিবহন ধর্মঘট। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকাতে এ ধরনের ধর্মঘট পৃথিবীর নজিরে নেই। বাংলাদেশে শেখ হাসিনা সরকার এই কুনজির স্থাপন করেছে।’ তিনি আরও বলেন, ‘এ ধর্মঘটে মালিক-শ্রমিক ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। দেশের মানুষ এতে দুর্ভোগে পড়েছে।...
Developed by BDITHOST