
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতকে পাশে পাওয়ার আশা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সে ইঙ্গিত দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেছেন, ‘সকল ইসলামী দল এবং ইসলামী মনোভাবাপন্ন অন্য দলগুলো আমাদের শুভকামনা জানিয়েছে। তাদের সঙ্গে সব জায়গায় আমাদের সুসম্পর্ক।’ ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০১৮ সালের রাসিক নির্বাচনে শফিকুল ইসলাম নামের দলীয় এক নেতাকে মেয়র প্রার্থী করেছিল। দলীয় হাতপাখা প্রতীকে তিনি পেয়েছিলেন ৩ হাজার ২৩ ভোট। সে নির্বাচনে পরাজিত আরেক প্রার্থী বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পান ৭৭ হাজার ৭০০ ভোট। আর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগ এবারও লিটনকে দলীয় প্রার্থী করেছে। তবে এবার বিএনপি এই...
Developed by BDITHOST