সংবাদ বিজ্ঞপ্তি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের জামাই ও প্রতারণা মামলার পলাতক আসামি মোস্তাফিজুর রহমান কর্তৃক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে এবং প্রতারকের গ্রেফতারের দাবিতে নগরীতে বিএনপির উদ্যোগে রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল আলম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—রাজশাহী মহানগর যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি নিপু, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা মোমিন,
মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু ও মেরাজুল ইসলাম, শাহ মখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাফিউল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিদুল ইসলাম সাকিল,
সাংগঠনিক সম্পাদক মাশরাফি শুভ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান ও তাকাফুল ইসলাম সৈকত, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোমিনুল ইসলাম মিলু,
বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত, মহানগর ছাত্রদল নেতা সিফাত আলম রোহান, আফনান রহমান, সাদকাতুর রহমান জিদান, আবু হুরায়রা মাহি, সাব্বির রহমান, তানিম, সনিম, রাব্বি, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমায়েল হাসান কাফি সহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসার বশবর্তী হয়ে দলের নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রতারক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বেও প্রতারণার একাধিক মামলা থাকলেও প্রশাসনের রহস্যজনক নীরবতা প্রশ্নবিদ্ধ।
এছাড়াও, প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের যোগসাজশে, আওয়ামী লীগ নেতা প্রতারক মোস্তাফিজুর রহমান এমন একটি মিথ্যা মামলা করার করার ইঙ্গিত দিয়েছেন ইতিমধ্যে যেটির ফোন রেকর্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমে সরবরাহ করা হয়।
এছাড়াও রাজশাহীর বোয়ালিয়া থানা থানার অফিসার ইনচার্জ এবং সেকেন্ড অফিসারের কথোপকথনও এমনটি আভাস পাওয়া গেছে।
এমন ঘটনা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় বরং অত্যন্ত উদ্বেগ জনক বলে উপস্থিত বক্তারা শঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।