
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের (৮৪) মরদেহ রাজশাহী মহানগরীর হেতেমখাঁ কবরস্থানে সমাহিত করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে এখানে সমাহিত করা হয়। কবির হোসেন নগরীর উপশহরের বাসিন্দা ছিলেন। গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর শুক্রবার দুপুর আড়াইটায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মিজানুর রহমান মিনু এবং বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ওবাইদুর...
Developed by BDITHOST