
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরো ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। রোববার সকালে তাকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে শুনানি হয়নি। সোমবার রিমান্ড আবেদনের শুনানি হবে। রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোবাবার সাকলে আবু সাঈদ চাঁদকে রাজশাহী মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আদালতের বিচারক মহিদুর রহমান সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে চাঁদকে কারাগারে নেওয়া হয়। গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা...
Developed by BDITHOST