
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা-মোহনপুর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রোববার বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ১ দফা দাবি আদায়ের আন্দোলনের নেতৃত্ব রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী নওহাটা ডিগ্রী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নওহাটা পৌর বাজার দিয়ে প্রধান সড়কে ওঠেন। সেখান থেকে পশুহাট হয়ে ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে মিছিল শেষ করেন। মিছিল থেকে নেতৃবৃন্দ সরকার পতন ও এডভোকেট শফিকুল হক মিলনের মুক্তির দাবীতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক, জেলা বিএনপি’র সদস্য...
Developed by BDITHOST