নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:৩৬। ১৬ আগস্ট, ২০২৫।

বিএমএসএস রাজশাহী বিভাগীয় সম্মেলনে হুমায়ুন কবীর সভাপতি জুয়েল মন্ডল সাধারন সম্পাদক

আগস্ট ১৬, ২০২৫ ৬:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৫-২০২৬-এর সম্মেলন ও মিলনমেলা অদ্য ১৬ আগস্ট শনিবার সকাল ১১:৩০ মিনিটে রাজশাহীর হোটেল স্টার ইন্টারন্যাশনাল-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহনা টিভির ব্যুরো প্রধান ও রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি মেহেদী হাসান শ্যামল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএমএসএস কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো: আরিফুল ইসলাম।

প্রধান বক্তা মেহেদী হাসান শ্যামল তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকদের সমাজের গুরুত্বপূর্ণ বিষয়, অনিয়মসহ প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ প্রকাশ করতে হবে। প্রকাশিত সংবাদের মাধ্যমে যেন দেশ ও জাতীর কল্যাণময় কিছু পরিবর্তন ঘটে সেই চেষ্টা করতে হবে।”

আরও পড়ুনঃ  কুয়ালালামপুরে ড. ইউনূস, মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক

তিনি আরও বলেন, “মফস্বল সাংবাদিক সোসাইটির সাংবাদিকদের যে কোন সমস্যায় তিনি ও তার সংগঠন সর্বদা পাশে থাকবে।”

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই সম্মেলন ও মিলনমেলায় আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিক মিলনমেলা নয়, বরং এটি আমাদের পেশাগত চ্যালেঞ্জ, ভবিষ্যৎ করণীয় এবং পারস্পরিক ঐক্যের প্রতীক।

আমরা সবাই জানি, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়- এটি একটি দায়বদ্ধতা, একটি দায়িত্ব, একটি সংগ্রাম। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের বাস্তবতা অনেক বেশি কঠিন ও ঝুঁকিপূর্ণ। তথ্যের জন্য নিরলস পরিশ্রম, প্রতিদিনের হুমকি-ধমকি, সীমিত সুযোগ-সুবিধা, আর্থিক অনিশ্চয়তা-এসবই আমাদের নিত্যসঙ্গী। এখানে উপস্থিত সবাই নিশ্চয়ই একমত হবেন- “সাংবাদিকদের নিরাপত্তা” আজ সময়ের সবচেয়ে বড় দাবি। নিরাপত্তা শুধু শারীরিক নয়, বরং আইনি, সামাজিক এবং পেশাগত সুরক্ষাও এর অন্তর্ভুক্ত। এজন্য আমাদের প্রয়োজন- শক্তিশালী সংগঠন ও একে অপরের পাশে দাঁড়ানো আইনি সহায়তা ও সঠিক প্রশিক্ষণ গণমাধ্যম নীতিমালায় মফস্বল সাংবাদিকদের স্বার্থ রক্ষা সচেতনতা বৃদ্ধি ও নেটওয়ার্কিং। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সবসময়ই এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে-এটাই আমাদের প্রতিশ্রুতি। আমি আশা করি, আজকের আলোচনা থেকে বাস্তবসম্মত সুপারিশ বেরিয়ে আসবে এবং তার বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব।”

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশনারের আশ্বাসে রাবিতে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে প্রধান বক্তা মেহেদী হাসান শ্যামল রাজশাহী বিভাগীয় ২০২৫-২০২৬ কমিটি ঘোষণা করেন।


রাজশাহী বিভাগীয় ২০২৫-২০২৬ কমিটিতে দৈনিক গণধ্বনি প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো: হুমায়ুন কবীর-কে ”সভাপতি” এবং দৈনিক অভিযোগ বার্তা রাজশাহী জেলা প্রতিনিধি এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল-কে ”সাধারন সম্পাদক ও রাজশাহী টাইমস-এর মোঃ ইসরাফিল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

বিএমএসএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে সাংবাদিকদের নানা সমস্যা, করণীয় এবং সমাধানের পথ নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএস কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো: আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিএমএসএস-এর মহাসচিব মোঃ ছগীর আহমেদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।