নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সন্ধ্যা ৬:২২। ৩১ আগস্ট, ২০২৫।

বিএমডিএর উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

সেপ্টেম্বর ১২, ২০২৩ ৯:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিএমডিএর পদোন্নতিপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে মঙ্গলবার থেকে বরেন্দ্র ভবনের সম্মেলন কক্ষে এই কর্মশালা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান। তিনি বলেন, উপ-সহকারী প্রকৌশলী একটা গুরুত্বপূণ পদ। তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলে প্রতিষ্ঠানের যে কোন উন্নয়নমূলক কাজে সফলতার দেখবে। তাই মাঠপর্যায়ে তাদের সব সময় কৃষকের সাথে কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সব সময় কৃষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে সফলতা আসবে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

কর্মশায় সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ। কর্মশালায় কোর্স পরিচালনা করছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গবেষণা ও প্রশিক্ষণ শাখা) সমশের আলী। সঞ্চালনা করছেন নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম। এতে ৩০ জন উপ-সহকারী প্রকৌশলী অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহী এডিটরস ফোরামের সাথে জামায়াতের মতবিনিময়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।