
স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ প্রকল্প–এর আওতায় কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম। প্রশিক্ষণের কোর্স পরিচালক ছিলেন বিএমডিএ গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন— সিনিয়র কৃষি প্রকৌশলী শাহ সাইদুর রহমান (কৃষি সম্প্রসারণ), মো. রিয়াদাত হোসেন (কনসালটেন্ট, মেডিকেল বিশ্ববিদ্যালয়), নির্বাহী প্রকৌশলী...
Developed by BDITHOST