
অনলাইন ডেস্ক : সংসদ সদস্যদের বাড়িভাড়ার ভাতা বৃদ্ধি ও পুলিশের গাড়িতে পৃষ্ট হয়ে এক বাইক রাইডারের মৃত্যুকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার দেশটির বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এরমধ্যে শুক্রবার সুলাওয়েশি প্রদেশের রাজধানী মাকাস্সারের প্রাদেশিক পার্লামেন্টে হামলা চালানা বিক্ষোভকারীরা। তারা এতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় তিনজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন। মাকাস্সার সিটি কাউন্সিলের সেক্রেটারি রহমত মাপাতোবা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, নিহত তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজনের হাসপাতালে মৃত্যু হয়। তারা সবাই পার্লামেন্ট ভবনের ভেতরে ছিলেন। সংসদ সদস্যদের বাড়িভাড়ার ভাতা মাসে ৩ হাজার ডলার বা আড়াই লাখ টাকা করা হয়। এ ঘটনায় সাধারণ মানুষ বেশ ক্ষুব্ধ হন। তারা ভাতা বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এরমধ্যে শুক্রবার পুলিশের গাড়ি...
Developed by BDITHOST