নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৪:৩১। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করা হবে: আদিলুর রহমান

সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় দেশের বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের জন্য নির্মিত আধুনিক মাল্টি পারপাস একটি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সব বাধা অতিক্রম করে জনগণের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছেন। তাই বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এই সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে।’

আরও পড়ুনঃ  বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার গত এক বছরে যে কাজগুলো শুরু করেছে, আগামীতে জনগণের নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নিয়ে যাবে। জনগণের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবে।’

দেশের জাহাজ নির্মাণ শিল্প খাত বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থায় আছে জানিয়ে এই শিল্প দেশের অর্থনীতিকে আরও উন্নতির দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে তুরস্কের জন্য নির্মিত জাহাজটি হস্তান্তরের আগে সেটি পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

আরও পড়ুনঃ  জাপা নিষিদ্ধের দাবিতে শাহবাগে টায়ার জ্বালিয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

অনুষ্ঠানে আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানান, নপেক শিপিং এন্ড ট্রেডিং লিমিটেড নামে তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠানের অর্ডার অনুযায়ী নির্মিত ৫ হাজার ৫০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক মাল্টি পারপাস জাহাজ ‘ওয়েজ অয়্যার’ প্রতি ঘণ্টায় গতিবেগ অনুযায়ী ১২ নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম। ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রশস্ত, ২৫ ফুট গভীরতার এবং দুই হাজার ৭৩৫ হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের তৈরি এই জাহাজটি স্টিল, কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ সবধরণের ঝুঁকিপূর্ণ পণ্যসামগ্রী বহনে সক্ষমতা রয়েছে।

আরও পড়ুনঃ  ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে ইনবক্সে মেসেজ, গুলশান পুলিশের নম্বর দিলেন পিয়া!

আনন্দ শিপইয়ার্ড ইতিমধ্যে আধুনিক মানসম্পন্ন ৩৫০টির বেশি জাহাজ নির্মাণ করে বিদেশে রফতানি করেছে। ডেনমার্ক, জার্মানি, মোজাম্বিক, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশে এসব জাহাজ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহেল বারী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান, বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মীর তারিফুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীসহ অন্যান্য কর্মকর্তারা।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।