অনলাইন ডেস্ক : বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে প্রকাশ্যে আর দেখা যায়নি। তবে এবার চিত্রটা ভিন্ন! হঠাৎ করেই নিজের ফেসবুক রাকিব সরকার এবং একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এই আলোচিত নায়িকা। ছবি দুটির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। মজার বিষয় হলো, মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও। একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যেই নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন রহস্য। দুজনের সম্পর্কে তবে কি বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এই তারকা দম্পতির সংসার? নেটিজেনদের মধ্যে চলছে জোর গুঞ্জন। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাই...
Developed by BDITHOST