
বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভুর একটি ছবি বেশ ভাইরাল হয়েছে অনলাইনে। ছবিতে দেখা গেছে, একই বিছানায় শুয়ে আছেন বিজয় ও সামান্থা। সামান্থাকে পেছন থেকে জাপটে ধরে রয়েছেন বিজয়। তবে ছবিটা বাস্তব ছবি নয়। তাদের আসন্ন চলচ্চিত্র ‘কুশি’র একটি দৃশ্য থেকেই নেওয়া এটি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে যায়। সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে সামান্থা ও বিজয়ের নতুন চলচ্চিত্র ‘কুশি’। আর এ সিনেমারই একটি দৃশ্য শেয়ার করেছেন বিজয়। ইনস্টাগ্রামে সিনেমাটির একটি দৃশ্য শেয়ার করে বিজয় লিখেছেন, ‘একেবারেই আমার মতো আদর। কুশির মতো প্রেম।’ বিজয়ের এই পোস্টে মন্তব্য করেছেন সামান্থাও। বিজয়ের উদ্দেশে সামান্থা লিখেছেন, ‘আশা করি তুমি তোমার পছন্দমতো আদর পেয়েছ। ’ পর্দায় রোমান্টিক নায়ক বিজয়ের লাখো নারী ভক্ত থাকলেও বাস্তব জীবনে তার প্রেম নিয়ে...
Developed by BDITHOST