নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৮:১৬। ১৬ জানুয়ারি, ২০২৬।

বিজিবি’র অভিযানে রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপ জব্দ

জানুয়ারি ১৫, ২০২৬ ৭:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিজিবি’র অভিযানে রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপ জব্দ করেছে ব্যাটালিয়ন (১ বিজিবি)। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি মারফত নিশ্চিত করেন বিজিবি।

বিজিবি জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আনুমানিক ৫: ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চোরাকারবারাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি কার্টুন ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত কার্টুন হতে ভারতীয় BRONCOF-C সিরাপ- ৮ বোতল ও ZEBISCAN সিরাপ-৩৫ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণে তথ্য ও সম্প্রচার সচিব

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।