স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর টি-বাঁধে বিজিবি’র সফল অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক ১০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর পদ্মা নদীর টি-বাঁধ নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে। গোপন তথ্য অনুযায়ী দুই জন মাদক ব্যবসায়ী পদ্মা নদীর ওপার থেকে একটি নৌকা নিয়ে টি-বাঁধের দিকে আসছে। নৌকাটি টি-বাঁধে আসলে তৎক্ষনাত বিজিবি’র আভিযানিক দল তল্লাশীর জন্য অগ্রসর হলে নৌকায় থাকা ২ জন মাদক ব্যবসায়ী নৌকা থেকে নদীর পাড়ে লাফ দেয়। তখন বিজিবি’র আভিযানিক দল কর্তৃক আসামী (১) মোঃ বাবু (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, (২) মোঃ আনোয়ার হোসেন (৩৬), পিতা মোঃ সাইফুল ইসলাম...
Developed by BDITHOST