নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৮:০৯। ৯ মে, ২০২৫।

বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

অক্টোবর ৫, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বৃহস্পতিবার রাজশাহী বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. শামসুল আলম বলেন, দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে যে উন্নয়ন হয়েছে তা শুধু পাবলিক বিশ^বিদ্যালয়ে নয় প্রাইভেট বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ, উন্মুক্ত বিশ^বিদ্যালয়, মেরিন বিশ^বিদ্যালয়, নার্সিং ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়ন ঘটেছে, যা চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

বিশ্বের আউটসোর্সিংয়ের ৫০ ভাগ বাংলাদেশের দখলে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিং এর মাধ্যমে বছরে ৫৫০ মিলিয়ন ডলার আয় করছে। অনলাইন ব্যবসা করে বাংলাদেশের পণ্য বিশে^র কাছে তুলে ধরছে। বাংলাদেশে ১৪ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ১৮ কোটি মোবাইল সিম ব্যবহৃত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের ফলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের স্মার্ট এবং উন্নত দেশের কাতারে দাঁড়াতে কোনো বাঁধা থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাহেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপ-উপাচার্য ড. মো. হুমায়ূন কবীর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. সাইদুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।